
CONSULATE GENERAL OF BANGLADESH, MILAN
ই-পাসপোর্ট এপয়েন্টমেন্ট এর জন্য সঠিকভাবে OID নম্বর প্রদান করা বাধ্যতামূলক। ভুল তথ্য দিয়ে এপয়েন্টমেন্ট নিলে এপয়েন্টমেন্ট বাতিল করা হতে পারে। এপয়েন্টমেন্ট এর নির্ধারিত তারিখ এর আগে বা পরে আবেদন জমা দিতে না আসার জন্য অনুরোধ করা হলো। শুধু নিম্নোক্ত অঞ্চল গুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি যাদের পূর্বে ই-পাসপোর্ট ছিল অথবা যাদের MRP পাসপোর্ট এর মেয়াদ শেষ (মেয়াদ শেষ হওয়ার সর্বোচ্চ ৪ মাস পূর্বে) নিম্নোক্ত লিংক থেকে ই-পাসপোর্ট এর এপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অনুরোধ করা হলো।
- Lombardia
- Emilia-Romagna
- Friuli Venezia Giulia
- Liguria
- Piemonte
- Trentino Alto Adige
- Valle D’Aosta
- Veneto
E-passport Appointment List
!!! Please check your spam if no mail is recieved. !!!